কোম্পানীগঞ্জে কিশোর হৃদয় খুন, দু`মাস পর ৩ ঘাতক গ্রেফতার
স্টাফ রিপোর্টার

সিলেটের কোম্পানীগঞ্জের কিশোর হৃদয় হত্যার ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলো, কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেবজো মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, নয়াপাঙ্গের গ্রামের আব্দুস ছত্তারের পুত্র মিজান আহমদ ও টুকেরগাঁওয়ের বাছির মিয়ার পুত্র সুমন মিয়া।
ওদের মধ্যে সাদ্দামকে প্রযুক্তি সহায়তায় ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার তথ্যের ভিত্তিতে অপর ২জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি বলেন, গত ৩১ জানুয়ারী কোম্পানীগঞ্জ থানাধীন নয়াগাঙ্গেরপাড় ধলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে নিহতের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা পুলিশকে জানায় সফর নামের তাদের এক বন্ধু সাথে কিশোর হৃদয় কয়েকদিন ঘুরাফেরা করে।
এসপি ফরিদ আরো জানান, নিহত হৃদয়ের আরো এক বন্ধু সাদ্দাম হোসেনের নাম-ঠিকানা সংগ্রহ করে গত ১ ফেব্রুয়ারী অভিযান চালালে তাকে পাওয়া পায়নি। পুলিশের কাছে তথ্য আসে সে ঘটনার পর পরই আত্মগোপনে চলে যায়। বুধবার তথ্য-প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মনবাড়ীয়া থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম আরো ২ জনের সংশ্লিষ্টতার কথা জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকেও গ্রেফতার করা হয়।
- লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়
- আক্রান্তের ৪র্থ স্থানে সিলেট: ঈদের মার্কেটিংয়ের খেসারত
- সিলেটে করোনা আক্রান্ত সেই ডাক্তার ঢাকায় লাইফ সাপোর্টে
- আমাদের আবু তৈয়ব স্যার
- সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে
- সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডাক্তার, বাসা লকডাউন
- ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
- সিলেটে লন্ডনী কন্যা সেজে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ শিউলির
- ছাতকের কালাম চৌধুরীকে মারার জন্য মানিক বোমা বানিয়েছিলেন:মুকুট
- কলেজ শিক্ষক সাইফুরকে হোটেলে নিয়ে হত্যা করেন প্রেমিকা রুপা
- শ্রীলঙ্কায় বোমা হামলায় দিরাই`র ভাটিপাড়ার শিশু জায়ান নিহত
- সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড
- বিমান ছিনতাই: নিহত যুবকের সাথে নায়িকার ছবি ভাইরাল
- জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ
- দেশীয় রাজনীতির কবলে বৃটেনের শহীদ মিনার