কবর থেকে তিন দিন পর উঠানো হলো জিন্দা লাশ !

শতবছরের শ্মশানে আধ্যাত্বিক সাধনার জন্য ময়মনসিংহের গৌরীপুরে মো. আমিনুল ইসলাম ফকির (৩০) নামের এক যুবককে জিন্দা কবর দেয়া হয়!
খবর পেয়ে তিনদিন পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে।
ঘটনাটি ঘটে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজাম উদ্দিন আউলিয়া (র.) খানকা শরীফ এলাকায়।
মঙ্গলবার কবরের এক পাশের ছিদ্র দিয়ে উদ্ধার হওয়ার আগে এ প্রতিনিধি’র সঙ্গে পত্রযোগে নানা প্রশ্নের উত্তর দেন ওই যুবকটি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনা জানার পর এসআই রকিবুজ্জামান তালুকদার ও এএসআই মো. শামীম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে ওই যুবককে উদ্ধার করে।
আমিনুলের বাবা আজিজুল হক জানান, সে সান্দিকোনা থেকে এসএসসি ও আঠারবাড়ি কলেজ থেকে এইচএসসি পাস করে। চাকরি ও ব্যবসা ছেড়ে ৬/৭ বছর যাবত বিভিন্ন মাজারে মাজারে ঘুরে দিন কাটায়। বালিশের বদলে মাথায় পাথর, গলায় শিকল ও তালা ঝুলিয়ে অভিনব জীবনযাপন করে আসছে।
এলাকাবাসী জানান, শতবছরের শ্মশানে গত রোববার কবর খোঁড়ার সময় পুরাতন হাড়গোড়ও পাওয়া যায়। সাড়ে তিন হাত গর্ত করে, বাঁশের কাটখি দিয়ে আমিনুলকে জিন্দা কবরে সহযোগিতা করে তার শিষ্য মুনতাজ আলী।
আমিনুল জানায়, সে নিজাম উদ্দিন আউলিয়া (র.) খাদেম। আধ্যাত্বিক সাধনার কথা কাউকে কিছু বলা যায় না।
ওই যুবকের মা জাহানারা বেগম গত রোববার থেকেই ছেলের এ আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
গৌরীপুর থানার এসআই মো. রকিবুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার আমিনুল ইসলামকে কবর থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বার ও পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজাম উদ্দিন আউলিয়া (র.) খানকা শরীফ এলাকায়।
মঙ্গলবার কবরের এক পাশের ছিদ্র দিয়ে উদ্ধার হওয়ার আগে এ প্রতিনিধি’র সঙ্গে পত্রযোগে নানা প্রশ্নের উত্তর দেন ওই যুবকটি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনা জানার পর এসআই রকিবুজ্জামান তালুকদার ও এএসআই মো. শামীম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে ওই যুবককে উদ্ধার করে।
আমিনুলের বাবা আজিজুল হক জানান, সে সান্দিকোনা থেকে এসএসসি ও আঠারবাড়ি কলেজ থেকে এইচএসসি পাস করে। চাকরি ও ব্যবসা ছেড়ে ৬/৭ বছর যাবত বিভিন্ন মাজারে মাজারে ঘুরে দিন কাটায়। বালিশের বদলে মাথায় পাথর, গলায় শিকল ও তালা ঝুলিয়ে অভিনব জীবনযাপন করে আসছে।

আমিনুল জানায়, সে নিজাম উদ্দিন আউলিয়া (র.) খাদেম। আধ্যাত্বিক সাধনার কথা কাউকে কিছু বলা যায় না।
ওই যুবকের মা জাহানারা বেগম গত রোববার থেকেই ছেলের এ আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
গৌরীপুর থানার এসআই মো. রকিবুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার আমিনুল ইসলামকে কবর থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বার ও পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। - See more at: http://www.jugantor.com/online/whole-country/2016/01/19/2014/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0!#sthash.aIe5Surh.dpuf
- গ্রুপ বদলের জের: গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা
- সিলেট হলিসিটি ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সাড়ে ৬ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
- জুমেনাকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন
- সোলেমান আলীর জীবন-সংগ্রাম
- তিন কন্যার জয় : ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ,রূপা, রুশনারা
- ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ স্বপ্ন নিয়ে বিভোর চীন
- কবর থেকে তিন দিন পর উঠানো হলো জিন্দা লাশ !
- ডিজিটাল ভিক্ষুক: আছে নিজস্ব ওয়েবসাইট, ক্রেডিট কার্ড
- ইনসুলিন ইঞ্জেকশনের বিকল্প ইনসুলিন ক্যাপসুল আবিষ্কৃত
- নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে,২০ বছর ইউটিউবে দেওয়া ভিডিওতে দাবি রুবির!
- সেই একই অডিটোরিয়াম : নাম পরিবর্তন করা হচ্ছে বারবার
- উপজেলাওয়ারী তারিখ ঘোষণা আজ
নির্বাচনের জন্য প্রস্তুত সিলেটের ৯৮ ইউনিয়ন - আমি ১৯৭১ সালের কথা বলব,আমি আমার বাবার কথা বলব
- ১২ দিন পরও কোন খোজঁ নেই : বৃটিশ পুলিশও বলছে মুজিব জীবিত
- কিবরিয়া হত্যা মামলায় জেলে আটক আরিফুল হককে সিলেট সিটি মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত