এসকে সুর ও শাহ আলমকে আগে গ্রেফতার করুন: হাইকোর্ট
অনলাইন ডেস্ক

এস কে সুর ও শাহ আলম। ছবি: সংগৃহীত
আর্থিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থেকে পিকে হালদারের অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ আসার পরেও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে গ্রেফতার না করায় দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
আদালত বলেছে, এই দুজনকে গ্রেফতার করছেন না কেন? দুদক পদক্ষেপ না নিলে আদেশ দিতে বাধ্য হবো। আগে তাদের গ্রেফতার করুন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মেহমানদারী করতে পারেন না। তাদের অবশ্যই গ্রেফতার করে কারাগারে নিতে হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার (১৫ মার্চ) এসব কথা বলেন।
হাইকোর্ট বলেন, বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতিবাজদের এই দেশ থেকে বিতাড়িত করতেই হবে। শুধু আইন করে দুর্নীতি দূর করা যাবে না, প্রতিটি ঘরকে দুর্নীতিবিরোধী দূর্গ বানাতে হবে। ছাত্র, শিক্ষক, আপামর জনগণ ও সাংবাদিকদের দুর্নীতি বিরোধী কাজে অংশগ্রহণ থাকলে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
এদিকে পিকে হালদারের দেশত্যাগ ঠেকাতে দুদকের চিঠি ফাঁস হওয়া নিয়ে কোনো পক্ষ দায় নিতে রাজি নয়। এ নিয়ে হাইকোর্ট বলেছে, উনার দেশত্যাগের ক্ষেত্রে দুদকের বা ইমিগ্রেশন পুলিশেরই হোক কারও না কারও আন্তরিকতার অভাব রয়েছে। কার অবহেলা রয়েছে আমরা সেটা খুঁজে বের করবো। আপনাদের বক্তব্য ৬ এপ্রিলের মধ্যে এফিডেভিট করে দাখিল করবেন।
সোমবার শুনানিতে দুদকের আইনজীবীর উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, পি কে হালদারের অর্থ পাচারের মামলায় গ্রেফতারকৃত দুই আসামির জবানবন্দিতে এস কে সুর ও শাহ আলমের নাম এসেছে, তাদের বিষয়ে দুদক কী পদক্ষেপ নিয়েছে। দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, কেউ কেউ পলাতক। আদালত বলেন, এস কে সুর ও শাহ আলমকে গ্রেফতার করা হচ্ছে না কেন? দুদক আইনজীবী বলেন, কমিশনের চিঠির ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। হাইকোর্ট বলেন, এদের গ্রেপ্তার না করলে আদেশ দিতে বাধ্য হব।
দুদক কৌসুলি বলেন, আমরা কাউকে মেহমানদারি করছি না। পিকে হালদারকে আমরাই আবিষ্কার করেছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে ও হচ্ছে।
প্রসঙ্গত পিকে হালদারের দুই সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এস কে সুর ও শাহ আলমের নাম আসে। সেখানে তারা বলেছেন, লাখ লাখ টাকা নিয়ে এসকে সুর ও শাহ আলম পিকে হালদারের অনিয়ম গোপন রাখতেন।
দুই প্রতিবেদন হাইকোর্টে:
পিকে হালদার পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ৫৯ জন সদস্য দায়িত্বে ছিলেন। তাদের নামের তালিকা আদালতে দাখিল করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল পৌনে ৪টায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পি কে হালদার দেশ ত্যাগ করেন। এক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশের কোনো ব্যর্থতা বা গাফিলতি ছিল না। পিকে হালদারের পালিয়ে যাওয়া সংক্রান্ত দুদকের চিঠি তারা পেয়েছে সে পালিয়ে যাওয়ার পরে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, পিকে হালদারের দেশত্যাগ ঠেকাতে দুদকের লিখিত চিঠির কপি ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রিসিভ করেছেন ২০১৯ সালের ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায়। সেটা আরও কনফার্ম করতে সেই চিঠি হোয়াটস অ্যাপে পাঠানো হয় ২টা ৪৩ মিনিটে। সেটা যে তারা রিসিভ করেছেন, সেটিও দুদকের কাছে আছে। সুতরাং দুদকের এখানে কোনো অবহেলা ছিল না।
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল : উদ্বোধনী দুই ব্যাটসম্যানসহ ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড