এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা

রাজধানীর পুরানা পল্টন এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
তাঁকে সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গোলাম দস্তগীর গাজী ওই এলাকারই সাংসদ। তিনি ঘটনার সময় সাংসদ কার্যালয়ে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পল্টন থানা-পুলিশ সাংসদের এপিএস কামরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাসুদ রানা নামে উপজেলা ছাত্রলীগের আরেক নেতা মোশাররফকে গুলি করেছেন। একটি ঝগড়ার ঘটনা মীমাংসার জন্য তাঁরা সাংসদের এপিএস কামরুজ্জামানের কাছে এসেছিলেন। তখনই কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজী গ্রুপের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রূপগঞ্জের স্থানীয় নেতা-কর্মীরা প্রায়ই এখানে আসেন ও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক করেন। বিকেলে তাঁরা ১০-১৫ জন এসেছিলেন। এরপর তাঁদের মধ্যে কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে তা তিনি জানেন না। কথা-কাটাকাটির একপর্যায়ে একজন মোশাররফের পেটে গুলি করেন বলে তিনি ঘটনার পরে জেনেছেন।
ঘটনাস্থলে র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গুলিটি মোশাররফের পেটের বাঁ দিকে ঢুকে ডান দিকে আটকে ছিল। কী নিয়ে ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সাংসদ ছিলেন না। এ ঘটনায় কামরুজ্জামান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি নিজেকে সাংসদের এপিএস বলে পরিচয় দিয়েছেন।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- আজ পবিত্র শবে মেরাজ
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল