এইচএসসির ৫ দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
অনলাইন ডেস্ক

চলমান ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করা হয়েছে।
১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪ এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শবে বরাতের কারণে একদিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি :
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের আরবি প্রথমপত্র, সংস্কৃত প্রথমপত্র এবং পালি প্রথমপত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র অনুষ্ঠিত হবে ১১ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগামী ২২ এপ্রিলের পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) ২য় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব.) দ্বিতীয়পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগামী ৪ মে’র গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া, আগামী ৬ মে অনুষ্ঠিতব্য গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয়পত্র বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- নিয়োগ নিয়ে রেজিস্ট্রার-প্রক্টর বিরোধ: সিকৃবির ৫৫ শিক্ষককের পদত্যাগ
- কর্মবিরতিতে অচল শাবি: ক্লাস-পরীক্ষা হয়নি,শিক্ষকদের র্যালি সমাবেশ
- শাবিতে শাহরিয়ার স্মরণে শোকর্যালী
- `ভিসি তুমি রাস্তা মাপো এই মুহূর্তে শাবি ছাড়ো’:শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের একাত্মতা
- র্যাগিংয়ের নামে ছাত্রীকে যৌন হয়রানি: প্রতিবাদে উত্তাল শাবি,৫ শিক্ষার্থী বহিষ্কার
- সিলেটে ওয়ালটন-দীপশিখা স্কুল বাংলা নববর্ষ উদযাপন
- দীপশিখা স্কুলের সিলেট শাখার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি থেকে ফেলে হত্যা!
- নবম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্নো তারকার নাম!
- সিলেটে দীপশিখা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮: পরীক্ষা কবে, কোন জেলায়
- নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী স্কুল জুয়ারীদের আখড়া
- ডাকসু নির্বাচন
ছাত্রদল ৯ বছর পর মধুর ক্যান্টিনে - ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণের হুমকি,ছাত্রলীগ নেতার শাস্তি দাবি
- ডাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি মোস্তাফিজ, জিএস আনিস