ঋষি সুনাকের বিলাসী জীবন, রাজা চার্লসের থেকে দ্বিগুণ সম্পদ
অনলাইন ডেস্ক

ঋষি সুনাক বৃটেনের নতুন প্রধানমন্ত্রী। তবে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার বাকি। এর মধ্যদিয়ে তিনি হচ্ছেন বাকিংহাম রাজপ্রাসাদে রাজার চেয়ে বেশি সম্পদের মালিক প্রধানমন্ত্রী।
ইতিহাস সৃষ্টি করে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৭৩ কোটি পাউন্ড।
বর্তমান রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্টের সম্মিলিত অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ কোটি পাউন্ড। সেই হিসেবে তাদের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ বেশি আছে সুনাক দম্পতির।
এ বছর প্রথমবারের মতো সানডে টাইমস রিচ লিস্টে অন্তর্ভুক্ত হন। তিনিই হন বৃটেনের জনগণের মধ্যে সবচেয়ে ধনী। ফলে সবার নজরে পড়ে বিষয়টি।
আলোচনায় আসেন তিনি। এমনকি রাজার তুলনায় তার বাসভবন বেশি অভিজাত। সারা বিশ্বে তার ছড়িয়ে ছিটিয়ে আছে চারটি প্রপার্টি। এর মূল্য কমপক্ষে এক কোটি ৫০ লাখ পাউন্ড। সংসার বলতে ঋষি সুনাক, তার স্ত্রী ও দুই মেয়ে- কৃষ্ণা ও আনুশকা। তারা সপ্তাহের বেশির ভাগ সময় কাটান পশ্চিম লন্ডনের কেনসিংটনের ৫ বেডরুমের বিলাসবহুল বাসায়।
এস্টেট এজেন্টরা বলেন এর দাম কমপক্ষে ৭০ লাখ পাউন্ড। সাপ্তাহিক ছুটি কাটাতে তারা চলে যান নর্থ ইয়র্কশায়ারে নিজের নির্বাচনী এলাকা রিচমন্ডে। সেখানে কিরবি সিগস্টোন গ্রাম ছবির মতো সাজানো। সেখানে দ্বিতীয় গ্রেডের একটি জর্জিয়ান বাড়িতে ছুটি কাটান।
২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার আগে এই বাড়িটি এই দম্পতি কিনেছেন ১৫ লাখ পাউন্ডে। বর্তমানে এর দাম কমপক্ষে ২০ লাখ পাউন্ড। এর ভেতর আছে চার লাখ পাউন্ডের ইনডোর সুইমিং পুল, জিম, যোগব্যায়ামের স্টুডিও, হট টাব এবং টেনিস কোর্ট। এর সঙ্গে যদি ঠাণ্ডায় পানি গরম রাখার প্রয়োজন হয় তাহলে এ খাতে বছরে কমপক্ষে ১৪ হাজার পাউন্ডের বিদ্যুৎ খরচ হতে পারে। একটি পরিবারের গড় জ্বালানি খরচের ৬ গুণ এই খরচ।
- মালদ্বীপের পার্লামেন্ট ভবনের দখলে নিয়েছে সেনাবাহিনী, ২ এমপি আটক
- লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ যাত্রা, নৌকা ডুবে দুই সিলেটিসহ ৩৫ বাংলাদেশির মৃত্যু
- মিস ইরাককে আইএসে যোগ দেয়ার ‘আমন্ত্রণ’
- ‘আফগান সেনাদের জমায়েত’-এ আত্মঘাতী হামলায় নিহত ২৫
- ব্রেক্সিটের ফলে ১লা জানুয়ারি থেকে যে ৭ পরিবর্তন
- যেভাবে ধরা পড়েন ভারতের পাইলট অভিনন্দন
- আইএস-এ যোগ দেওয়া সিলেটি-লন্ডনী পরিবারের ১২ সদস্যই মারা গেছেন
- শ্রীলংকায় ৮টি পৃথক বোমা হামলায় নিহত বেড়ে ২০৭,কারফিউ জারি
- মসজিদে হামলাকারীকে আটকানো পাকিস্তানি ‘নায়কের’ মৃত্যু
- নিউজিল্যান্ডেই দাফন সিলেটের হোসনে আরা ও ড. সামাদের
- ভারতে আপত্তির মুখে
পাকিস্তান থেকে সৌদি ফিরে গেলেন ক্রাউন প্রিন্স - বৃটেনের লেবার পার্টি থেকে প্রভাবশালী ৭ এমপি’র পদত্যাগ
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬ সিলেটি তরুণসহ ৩৭ বাংলাদেশি নিহত
- রাতারাতি কিভাবে পাইলটকে মুক্তির সিদ্ধান্ত হলো?
- ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত