ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২২
SylhetNews24.com
শিরোনাম:

ইমজার মানববন্ধন: মামলা হলেও মনজুর উপর হামলাকারী কেউ গ্রেফতার হয়নি

বিশেয সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মে ২০২২  

ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সভাপতি মঈন উদ্দিন মনজুর উপর হামলায় প্রতিবাদে সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
 
ইমজার সহ-সভাপতি ইকবাল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মনজু'র উপর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক জাকা, মুহাম্মদ আমজাদ হোসাইন, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সাংবাদিক এম এ হান্নান, আব্দুর রশিদ রেনু, ছামির মাহমুদ,  শাহ দিদার আলম নবেল, এম এ মতিন, ফটো জার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির,আবদুল বাতিন ফয়সল,  আমিরুল ইসলাম এহিয়া,  সৈয়দ রাসেল, কাওসার চৌধুরী, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আহবাব মুস্তফা খান, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক খালেদ আহমদ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, ইমজার যুগ্ম সাধারণ সম্পাদক টুনু তালুকদার, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মারুফ হাসান, স্টাফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন, প্রথম আলো প্রতিনিধি মানাউবী সিংহ, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার মাধব কর্মকার, দেশ টিভির স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদসহ শতাধিক সাংবাদিক।

মনজুর উপর হামলা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা হাবিব
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে মনজুর উপর হামলার ঘটনায় এমসি কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন মইন উদ্দিন মঞ্জু। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

মামলার প্রধান আসামী হাবিব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামের নুরুল ইসলামের পুত্র। জানা গেছে, সে এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজ কমিটির সভাপতি প্রত্যাশী।তবু পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন আসামীকে আটক করতে পারেনি।

এর আগে সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদলের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর অতর্কিত হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন
এক্সক্লুসিভ বিভাগের সর্বাধিক পঠিত