ইমজার আজিজ আহমদ সেলিম স্মৃতি অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
স্পোর্টস রিপোর্টার

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের আয়োজনে এবং বেসরকারি সংস্থা সীমান্তিকের সহযোগিতায় শুরু হয়েছে ‘আজিজ আহমদ সেলিম স্মৃতি অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা।’
রোববার (২২ নভেম্বর) জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম ছিলেন এক ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমি মানুষ। সীমান্তিক-ইমজা তৃতীয় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতাটি তাই উৎসর্গ করা হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে।
সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সীমান্তিকের মহাসচিব, সিলেট জেলা পরিষদ সদস্য শামীম আহমদ ও সীমান্তিকের সহকারি নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতেই ইমজার আজীবন সদস্য ও সবার প্রিয় সহকর্মী আজিজ আহমদ সেলিমের রুহের মাফগেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভারাক্রান্ত মনে আজিজ আহমদ সেলিমের স্মৃতিচারণ করেন ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির এবং সহসভাপতি আনিস রহমান।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন ক্রীড়া কমিটির আহবায়ক বাপ্পা ঘোষ চৌধুরী ও সদস্য সচিব মারুফ আহমদ।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান রিপন সীমান্তিকের প্রধান উদ্যোক্তা ড. আহমদ আল কবির সহ অতিথি এবং উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজিজ আহমদ সেলিমের শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমাদের সকলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই সামান্য আয়োজন।
উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে ক্যারাম খেলার মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির, বাংলা টিভির এস আলম আলমগীর, গাজী টিভির বিলকিস আক্তার সুমি, ইমজার সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, চ্যানেল টুয়েন্টিফোরের গোলজার আহমদ, এটিএন বাংলার ইকবাল মুন্সি, যমুনা টেলিভিশনের মাইদুল রাসেল, নিউজ টুয়েন্টিফোরের সৈয়দ রাসেল, বাংলা টিভির কাইয়ূম উল্লাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গোপাল বর্ধন, যমুনা টিভির নিরানন্দ পাল, মোহনা টিভির শামীম হোসাইন, নিউজ টুয়েন্টিফোরের দীপক বৈদ্য, এটিএননিউজের অনিল পাল, যমুনা টিভির শাকিল আহমদ সোহাগ, নিউজ টুয়েন্টিফোরের শফি আহমদ, ডিবিসির হাসান শিকদার সেলিম প্রমুখ।
- সিলেট এমসি কলেজ ব্যাচ-৯০’র পুনর্মিলনী ৮ জানুয়ারি
- আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই লম্পট বদমাইশ শিক্ষক মাহফুজ ২ দিনের রিমান্ডে
- নাদিরা নুসরাত মাশিয়াত ডাক্তার হতে চায়
- ছাতকে দুই বোনের গোল্ডেন জিপিএ-৫ লাভ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মুনের ইচ্ছে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা
- সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে লাল-সবুজের বাংলাদেশ
- লাবিব কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়
- ছাতকের প্রাথমিক শিা ব্যবস্থা বহুমূখী সমস্যায় জর্জরিত
- শাবিতে উপাচার্য বিরোধী আন্দোলন ব্যক্তিগত কারণের জেরেই: সংবাদ সম্মেলনে তথ্য
- এডুকেশন ওয়াচ রিপোর্ট: সব সূচকে শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে
- ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম মাদরাসা ছাত্র আব্দুল্লাহ
- অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এসএমএসে হত্যার হুমকি
- টাইব্রেকারে স্পেনকে বিদায় জানাল রাশিয়া
- বেসরকারি বিশ্ববিদ্যালয় চালাতে হলে শর্ত মেনে চলতে হবে: শিক্ষামন্ত্রী