আমেরিকা থেকে লোকজন বাংলাদেশে এসেছে টিকা নিতে:পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা দেশে টিকা নিতে এসেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আপনারা শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে কিছু লোকজন বাংলাদেশে এসেছে টিকা নিতে।
মন্ত্রী বলেন, তাদের জিজ্ঞেস করেছিলাম- আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। এই ফাঁকে আমরা দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা নেওয়া শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
টিকা নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর কোনো ঝামেলা হচ্ছে না। এটা খুব সহজ। দেখেন, আমি গল্প করে যাচ্ছি। খামোখা আপনারা চিন্তায় থাকেন, খুব সহজ। আমি টেরই পাইনি। সহজ, একেবারে টেরই পেলাম না। আমি মানসিকভাবেও প্রস্তুত ছিলাম যে, এটা নিলে অসুবিধে হবে না।
অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, এখন পর্যন্ত মাত্র ৩০ থেকে ৩৫টি দেশে টিকা আছে। উন্নত দেশেও এখনো অনেকে টিকা পায়নি। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী চান, প্রত্যেকে যেন টিকা পায়। আমরা এজন্য সবাইকে ভ্যাকসিন দিতে চাই। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা নির্মূল করব।
পররাষ্ট্রমন্ত্রী সারা দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া চলমান রাখায় স্বাস্থ্যমন্ত্রীসহ টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সবাইকে মাস্ক পরা, হাত ধোয়াসহ করোনা নির্মূলে যত পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করার পরামর্শ দেন।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- আজ পবিত্র শবে মেরাজ
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল