2018-01-07 18:09:04
এক সপ্তাহের ব্যবধানে সিলেটে ছাত্রদল নেতার পর এবার ছাত্রলীগ নেতা খুন
সিলেটনিউজ২৪.কম
এক সপ্তাহের ব্যবধানে সিলেটের আবারো ছাত্র সংগঠনের আরেক নেতার লাশ পড়লো রাজপথে।
এবারও নিজ দলের দুর্বৃত্তদের হাতে খুন হলেন সিলেট সরকারী কলেজজের ছাত্রলীগ নেতা তানিম খান(২৪)। সিলেট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।
এর আগে গত সোমবার ছাত্রদলে প্রতিষ্ঠাবার্যিকীর র্যালিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজপথে খুন হন ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু্।
আর রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে খুন হন তামিম। প্রতিপক্ষের হামলার শিকার হলে তানিমকে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৪ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটে। ওই ঘটনার জের ধরে রোববার রাতে তানিমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন।
জানা গেছে, রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলেন তানিম। এসময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা শেষে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তানিম খানের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে। তার বাবার নাম ইসরাইল খান।
নিহত তানিম খান ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী বলে জানা গেছে। সিলেটের মেজরটিলা এলাকায় একটি মেসে থাকতেন তানিম।
হপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন তানিমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতর্কিত হামলা করে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।